বিএসপিএর বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন, পপুলার চয়েজ সাবিনা

|

ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার লিটন কুমার দাস। দর্শকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন জাতীয় নারী ফুটবল দলের সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন।

রোববার (২৮ মে) রাজধানীর এক হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ১৫ ক্যাটাগরিতে বিভিন্ন ক্রীড়াবিদ, সংগঠক ও ফেডারেশনকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

বাংলাদেশের হয়ে গেলো বছর সব মিলিয়ে সর্বোচ্চ ৪২ ম্যাচ খেলেছেন লিটন। বেশি ম্যাচ খেলার প্রতিদানও দিয়েছেন তিনি। ৪০.৪২ গড়ে ১৯২১ রান করেছেন বাংলাদেশের ওপেনার। ১৩ ফিফটির বিপরীতে করেছেন ৩ সেঞ্চুরি। রানে তার ধারে কাছে কেউ নেই। এমনকি হাজার রানও আর কোনো ব্যাটার করতে পারেনি। ২৮ ম্যাচে ৮৮৭ রানে দুইয়ে আছেন টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান।

ছবি: সংগৃহীত

২০২২ সালের বর্ষসেরা বিদেশি ফুটবলার নির্বাচিত হয়েছেন বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড রবসন রবিনহো। গেল প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ১৬ গোল করা ব্রাজিলিয়ান এ ফুটবলার সতীর্থদের দিয়ে ১১ গোল করিয়েছেন। গোল করেছেন এএফসি কাপেও। বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন সাবিনা খাতুন।

বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন সম্প্রতি নারী জাতীয় দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেয়া গোলাম রাব্বানী। এ কোচের অধীনে নারী সাফ জিতেছে বাংলাদেশ।

এ বছরের পুরস্কারপ্রাপ্তরা
বর্ষসেরা ক্রীড়াবিদ: লিটন দাস (ক্রিকেট)
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: সাবিনা খাতুন (ফুটবল)
বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ): লিটন দাস, বর্ষসেরা ক্রিকেটার (নারী): নিগার সুলতানা জ্যোতি
বর্ষসেরা ফুটবলার (পুরুষ): রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল), বর্ষসেরা ফুটবলার (নারী): সাবিনা খাতুন
বর্ষসেরা হকি খেলোয়াড়: আশরাফুল ইসলাম
বর্ষসেরা আর্চার: নাসরিন আক্তার
বর্ষসেরা অ্যাথলেট: ইমরানুর রহমান
উদীয়মান ক্রীড়াবিদ: নাফিজ ইকবাল (টেবিল টেনিস), সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন)
বর্ষসেরা কোচ: গোলাম রব্বানী (বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল)
তৃণমূলের সংগঠক: আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ)
সেরা সংস্থা: বাংলাদেশ কাবাডি ফেডারেশন
বিশেষ সংবর্ধনা: সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল
বিশেষ সম্মাননা: সুমিতা রানী (হার্ডলার)

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply