সাড়ে ৪ হাজার বছরের দুইটি পিরামিডের দরজা খুললো মিশর

|

মিশরের সাক্কারায় সাড়ে ৪ হাজার বছরের প্রাচীন পিরামিডের দরজা খুললো। শনিবার (২৭ মে) জনসম্মুখে মানুষ ও প্রাণীদের একগুচ্ছ মমি প্রদর্শিত হয়। খবর রয়টার্সের।

মিশরের প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক মোস্তফা ওয়াজিরি বলেন, দেশের পর্যটন শিল্পের জন্য নতুন দরজা খুললো। গেলো বছর শুরু হওয়া খননকাজ শেষ হয় চলতি মাসেই। মেলে দুইটি প্রাচীন পিরামিডের সন্ধান। যেগুলোর একটি ৩৮০ থেকে ৩৪৩ খ্রিস্ট পূর্বাব্দে নির্মিত। অন্যটি ৩০৫ থেকে ৩০ খ্রিস্ট পূর্বাব্দে নির্মিত হতে পারে। যেগুলোর ভেতর থেকে উদ্ধার হয় পাথরের বিছানা, মাটির তৈজসপত্র, ধর্মীয় কাজে ব্যবহৃত নৌকা এবং ন্যাট্রন সল্ট। বিশেষ এই লবণ মমি করার কাজে ব্যবহৃত হয়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এছাড়া, পোশাক-পরিচ্ছদের মাঝে ছিল উন্নত মানের লিনেন। পিরামিডগুলোয় মেলে দু’জন পুরোহিতের মমি। যারা ছিলেন তৎকালীন ফারাও’দের খাস ধর্মগুরু।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply