ভিসানীতির সাথে গাজীপুর নির্বাচনের কোনো সম্পর্ক নেই: ইসি আলমগীর

|

নির্বাচন কমিশনার মো. আলমগীর।

যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসানীতির সাথে গাজীপুর সিটি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সব মহলের দায়িত্বশীল আচরণে সুষ্ঠু নির্বাচন হয়েছে, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

রোববার (২৮ মে) সকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মো. আলমগীর বলেন, গাজীপুরের মতোই সুষ্ঠু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর থেকে বিতর্কিত নির্বাচন হয়নি বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনার মো. আলমগীর আরও বলেন, নির্বাচনকালীন সরকার রাজনৈতিক সিদ্ধান্ত। ইসির সেখানে কোনো হস্তক্ষেপ বা মন্তব্য করার নেই। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনানুগ যেকোনো সিদ্ধান্ত কমিশন নেবে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, গাজীপুর সিটি নির্বাচনের আগেরদিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি ঘোষিত হয়েছে বা, নির্বাচনের দিন এটি পত্রিকায় প্রকাশ পেয়েছে বলে আপনারা বলছেন। তখন তো নির্বাচন শুরু হয়ে গেছে। ভিসানীতির প্রভাব নির্বাচনে তাহলে কীভাবে আসবে? এটা যদি হতো যে, আগে ঘোষিত হতো, আমরা সবাই দেখতাম- সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা কেউ তো দেখিনি। এই খবর পড়ার সময়ও পাইনি। মাঠে ভোট চলছে। মানুষের মধ্যে এর প্রভাব কীভাবে পড়বে! মানুষ কি ভিসানীতি পড়েছে? তারা তখন কেন্দ্রে লাইন দিয়ে ভোট দিয়েছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply