৫ম মাসে গড়ালো ইসরায়েলে বিচার বিভাগীয় সংস্কার বিরোধী আন্দোলন

|

ইসরায়েলে পঞ্চম মাসে গড়ালো বিচার বিভাগীয় সংস্কার বিরোধী আন্দোলন। শনিবার (২৭ মে) রাজধানী তেলআবিব ছাড়াও দেড়শো’ শহর-লোকালয়ে হয় বিক্ষোভ-সমাবেশ। খবর রয়টার্সের।

আয়োজকদের দাবি, দুই লাখ ৩৫ হাজার মানুষ অংশ নিয়েছেন এবারের আন্দোলনে। রাজধানীর কাপলান সরণী থেকে মূল চত্বরে হয় বিশাল পদযাত্রা। পুলিশের হিসাবে, সেখানেই উপস্থিত ছিলেন এক লাখের বেশি ইসরায়েলি। বন্ধ ছিল তেলআবিব ও হাইফার মধ্যেকার গুরুত্বপূর্ণ সড়ক। এসময় বিচার বিভাগীয় সংস্কারের মাধ্যমে দেশের গণতন্ত্র ছিনিয়ে নেয়া হচ্ছে, এমন অভিযোগ তোলেন ক্ষুব্ধ মানুষ। একইসাথে বলা হয়- সম্প্রতি পাস হওয়া বাজেট স্বৈরশাসনের শামিল। তাতে সাধারণ মানুষের চাহিদা-অধিকারের প্রতিফলন ঘটেনি।

চলতি বছরের শুরুতেই সংস্কারের প্রস্তাব দেয় নেতানিয়াহু প্রশাসন। তাতে, বিল পাসে পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধির কথা বলা হয়। এর ফলে, সুপ্রিম কোর্টের হাত থেকে কমবে ক্ষমতা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply