বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জাকের পার্টির ৩ প্রস্তাব

|

২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তিনটি প্রস্তাবনা দিয়েছে জাকের পার্টি। শনিবার (২৭ মে) দুপুরে রাজধানীর বনানীতে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা তুলে ধরেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সল।

প্রস্তাবনার মধ্য রয়েছে, সুস্পষ্ট মুদ্রানীতির প্রয়োগে ব্যাংকের প্রকৃত সুদের হার ৩ শতাংশ বৃদ্ধির আহ্বান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মজুতদারদের সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধি। প্রতি বছর টাকার মূল্য ও ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় ভূমি বা স্বর্ণ খাতে সাধারণ বিনিয়োগকারীকে বিনিয়োগের সুযোগ দেয়া। বাজেটে সুষম বণ্টন ও গুণগত ব্যয় নিশ্চিত করার লক্ষ্যে অর্থনৈতিক অঙ্গরাজ্য গঠনের কথাও তুলে ধরা হয়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এ সময় দলের মহাসচিব শামীম হায়দার, রাজনৈতিক উপদেষ্টা এজাজুর রসুলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply