‘৮২৩ মুসল্লির হজযাত্রা নিয়ে অনিশ্চিয়তা কেটে যাবে’

|

৮২৩ মুসল্লির হজযাত্রা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা শিগগিরই সমাধান হবে বলে জানিয়েছে বাংলাদেশ হজ অফিস। পরিচালক সাইফুল ইসলাম জানিয়েছেন, সৌদিতে আটক দুই এজেন্সি মালিক দ্রুতই মুক্তি পাবেন। তারা দেশে ফিরলেই যাত্রীরা হজ পালনে যেতে পারবেন। সমস্যা সমাধানে সর্বাত্মকভাবে কাজ চলছে বলে জানিয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন (হাব)।

এদিকে, পবিত্র হজ পালনে সৌদি আরবে যেতে রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রতিদিনই ভিড় করছেন হজযাত্রীরা। এবারের যাত্রার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষের কথা জানিয়েছেন বেশিরভাগ হজযাত্রী। তবে, মাঝেমধ্যেই বাধছে বিপত্তি। অনিয়মের দায়ে গত ২৬ মে সৌদি আরবে আটক হন বাংলাদেশি হজ এজেন্সির মালিক এবং তার ছেলে। এই ঘটনায় ৮২৩ জনের সৌদি যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এই প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, এরইমধ্যে সৌদিতে কাউন্সিলরের সাথে আলোচনা হয়েছে। শিগগিরই এর সমাধান হবে।
আটক হওয়া এজেন্সি মালিক সরকারি নিয়ম মেনেই সৌদি আরবে অর্থ নিয়ে গেছেন বলে জানিয়েছে হাব। একসাথে বেশি নগদ টাকা থাকায় জটিলতা তৈরি হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি শাহাদাৎ হোসেন তসলিম।

গতকাল ২৬ মে পর্যন্ত হজের জন্য সৌদি আরব গেছেন ১৬ হাজার ৬৬১ জন যাত্রী। বিমানসহ তিন এয়ারলাইনসে শনিবার আরও ৫ হাজার ৫৫১ জন যাত্রীর যাওয়ার কথা রয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply