পদ্মার এক কাতল বিক্রি হলো অর্ধলক্ষ টাকায়!

|

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়াল‌ন্দে পদ্মা নদীতে ধরা প‌ড়ে‌ছে সাড়ে ২৭ কে‌জি ওজ‌নের বিশাল আকৃতির এক‌টি কাতল মাছ। শ‌নিবার (২৭ মে) দুপু‌রে দৌলতদিয়া এলাকায় খলিল হালদা‌র না‌মে এক জেলের জালে মাছ‌টি ধরা পড়ে। পরে ঢাকার এক ব‌্যবসায়ীর কা‌ছে সেটি প্রায় অর্ধলক্ষ টাকায় বি‌ক্রি করা হ‌য়ে‌ছে।

এর আগে, সকাল ১১টার দি‌কে ৪৫ হাজার ৩৭৫ টাকায় সরাস‌রি জে‌লের থে‌কে মাছ‌টি কি‌নে নেন দৌলত‌দিয়ার ৫ নম্বর ফে‌রি ঘা‌টের মাছ ব‌্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

মাছ ব‌্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, মাছটি তি‌নি সরাসরি জেলে খলিল হালদারের নৌকা থেকে ১ হাজার ৬৫০ টাকা কে‌জি দ‌রে কি‌নে‌ছেন। পরে মাছ‌টি বিক্রির জন‌্য ‌মুঠোফোনে দে‌শের বি‌ভিন্নস্থা‌নে যোগা‌যোগ কর‌ে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১ হাজার ৮শ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় বি‌ক্রি ক‌রে‌ছেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply