নাৎসিদের আদলে ইউনিফর্ম পরে মঞ্চে রজার ওয়াটার্স, তদন্তে বার্লিন পুলিশ

|

রজার ওয়াটার্স। ছবি: সংগৃহীত

নাৎসিদের আদলে ইউনিফর্ম পরে সম্প্রতি বার্লিনের এক কনসার্টের মঞ্চে পারফর্ম করেছেন জগদ্বিখ্যাত ইংলিশ ব্যান্ড পিংক ফ্লয়েডের প্রতিষ্ঠাতা সদস্য রজার ওয়াটার্স। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে জার্মান পুলিশ। দ্য গার্ডিয়ানকে বার্লিন পুলিশের মুখপাত্র মার্টিন হ্যালওয়ে জানিয়েছেন, ১৭ ও ১৮ মে কনসার্টে প্রদর্শিত পোশাকের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

জার্মানিতে নাৎসি শাসনের কোনো চিহ্ন যেমন স্বস্তিকা, এসএস র‍্যাংক- এসব প্রদর্শন বেআইনি। কেবল শিক্ষা ও সাংস্কৃতিক উদ্দেশ্যে এসব চিহ্ন প্রদর্শনের ব্যাপারে ছাড় রয়েছে। জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংগঠিত গণহত্যাকে অস্বীকার সংক্রান্ত ট্রায়ালে ব্যবহৃত হয়েছিল এসব নাৎসি চিহ্ন। জাতিগত, ধর্মীয় বা অন্য কোনো গ্রুপের দ্বারা মানবতা লঙ্ঘিত হওয়াকে এসব চিহ্ন সূচিত করে বলে জার্মানিতে আইনগতভাবে প্রতীকগুলোর ব্যবহার নিষিদ্ধ করা হয়।

বার্লিন পুলিশের মুখপাত্র মার্টিন হ্যালওয়ে জানান, রজার ওয়াটার্সের পরিহিত পোশাকটি নাৎসিদের সহিংস ও স্বেচ্ছাচারী শাসনকে অনুমোদন, মহিমান্বিত বা ন্যায্যতা দিতে সক্ষম বলে মনে করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্তদের মর্যাদা লঙ্ঘনের পাশাপাশি জনশান্তি ব্যাহত হতে পারে।

বার্লিনের মার্সিডিজ বেঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত সেই কনসার্টে পিংক ফ্লয়েডের বিখ্যাত রক অপেরা ‘দ্য ওয়াল’র ইন দ্য ফ্লেশ গানটি পারফর্ম করার সময় পিংক চরিত্রের আদলে পোশাক পরেন রজার ওয়াটার্স। কালো লেদারের সেই কোটের হাতায় লাল রঙের আর্মব্যান্ডে স্বস্তিকা ছিল না; ছিল আড়াআড়িভাবে দু’টি হাতুড়ির ছবি।

রক অপেরা দ্য ওয়ালে দেখা যায়, ড্রাগের কারণে বিভ্রম ঘটায় নিজেকে নিও-নাৎসি র‍্যালির উদ্দেশে ভাষণরত একজন স্বৈরাচারী হিসেবে ভাবতে থাকে এর প্রধান চরিত্র, পিংক। রজার ওয়াটার্স মূলত সেই ‘পিংক’ চরিত্রেই গানটিতে পারফর্ম করেন।

এর আগে, ১৯৯০ সালে বার্লিনে জার্মান ব্যান্ড স্করপিয়ন্সের সাথে ইন দ্য ফ্লেশ কনসার্টে পারফর্ম করার সময় চিলির স্বৈরশাসক আগুস্তো পিনোশের বেশভূষায় মঞ্চে উপস্থিত হন কিংবদন্তিতুল্য রকস্টার রজার ওয়াটার্স। এছাড়াও, দ্য ওয়ালের মুভি ভার্সনে ১৯৮২ সালে নাৎসিদের আদলে ইউনিফর্ম পরেছিলেন বব গেলডফ। ২০১০-১৩ সাল পর্যন্ত দ্য ওয়াল লাইভ ট্যুরে একই ধরনের পোশাক পরিধান করেন ওয়াটার্স।

বার্লিন পুলিশের মুখপাত্র মার্টিন হ্যালওয়ে জানান, তদন্তের অংশ হিসেবে বার্লিন পুলিশ এখন জার্মানিতে অনুষ্ঠিত হওয়া সেই কনসার্টগুলোর ক্লিপ নিবিড়ভাবে দেখছে। সে সময় ব্যবহৃত পোশাকের সাথে এবারের কস্টিউমে কোনো পরিবর্তন আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply