বায়ার্ন সাম্রাজ্যের পতন ঘটিয়ে শিরোপা জিততে মরিয়া ডর্টমুন্ড

|

ছবি: সংগৃহীত

জার্মান বুন্দেস লিগার শেষ রাউন্ডে নির্ধারিত হবে শিরোপা ভাগ্য। যদিও শিরোপা প্রায় হাতের মুঠোয় বরুশিয়া ডর্টমুন্ডের। আজ শেষ রাউন্ডের ম্যাচে মেইঞ্জের বিপক্ষে জিতলেই শিরোপা উৎসব করবে হলুদ জার্সি ধারিরা। সেই সাথে বায়ার্ন সাম্রাজ্যের পতন ঘটিয়ে ১১ বছর পর বুন্দেসলিগা শিরোপা জিতবে বরুশিয়া ডর্টমুন্ড।

নিজেদের ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্ক স্টেডিয়ামে মেইঞ্জকে আতিথ্য জানাবে বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (২৭ মে) রাত সাড়ে ৭টায়। গত ১০ বছর ধরে টানা জার্মান লিগের শিরোপা জিতছে বায়ার্ন মিউনিখ। কিন্তু এবার বায়ার্ন মিউনিখের ডেরায় হামলা করেছে বরুশিয়া ডর্টমুন্ড।

বুন্দেসলিগার ৩৩ রাউন্ড শেষে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ডর্টমুন্ড। আর সমান সংখ্যক ম্যাচে ৬৮ পেয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বাভারিয়ানরা। শেষ রাউন্ডের ম্যাচে মেইঞ্জকে ডর্টমুন্ড হারালে ২০১২ সালের পর আবারও লিগ শিরোপা জিতবে দলটি। তবে ডর্টমুন্ড পয়েন্ট হারালে সুযোগ থাকবে বায়ার্নেরও। সে ক্ষেত্রে একই সময় বায়ার্ন মিউনিখ কোলনকে হারাতে পারলে টানা ১১ বছর শিরোপা উল্লাসে মাতবে বাভারিয়ানরা।

আজ ডর্টমুন্ড জিতলে প্রাপ্তির আনন্দ সঙ্গী হতে পারে অধিনায়ক মার্কো রয়েসের। চোট-জর্জর ক্যারিয়ারে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ধরা হয় তার প্রজন্মের অন্যতম মেধাবী ফুটবলার। তবে রয়েস আজও পাননি বুন্দেসলিগা জয়ের স্বাদ!

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply