প্রবল বৃষ্টি দিল্লিতে, বজ্রপাতের শঙ্কায় স্থগিত সব ধরনের বিমান চলাচল

|

তীব্র দাপদাহের পর ভারতের দিল্লিতে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। বজ্রপাতের শঙ্কায় স্থগিত করা হয়েছে সব ধরনের বিমান চলাচল। দুর্ঘটনা এড়াতে বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর। খবর এনডিটিভির।

শনিবার (২৭ মে) স্থানীয় সময় সকাল থেকে দিল্লি, নয়ডা ও গাজিয়াবাদের আশপাশে তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই সাথে আছে ঝড়ো হাওয়া। বাতাসের তাণ্ডবে এরমধ্যেই ক্ষতিগ্রস্ত বেশ কিছু ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালাও।

আগামী মঙ্গলবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ফ্লাইট সংক্রান্ত পরবর্তী তথ্যের জন্য এয়ারলাইন্সের সাথে যোগাযোগের নির্দেশনা দিয়েছে বিমান বন্দর কর্তৃপক্ষ।

চলতি মাসে প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়ে দিল্লির জনজীবন। গত সপ্তাহে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ৩৪ ডিগ্রিতে নেমে আসে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply