রুশ ভূখণ্ড বেলগোর্দে ফের বড় হামলা

|

ইউক্রেনের সীমান্তবর্তী রুশ ভূখণ্ড বেলগোর্দে ফের জোরালো হামলা হয়েছে। শুক্রবার (২৬ মে) এ তথ্য নিশ্চিত করেছেন অঞ্চলটির গভর্নর। খবর রয়টার্সের।

তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় ইউক্রেন সীমান্ত থেকে সাত কিলোমিটার ভেতরের এলাকায় লাগাতার হামলা হয়েছে। অন্তত ৫ টি এলাকায় ড্রোন, মর্টার ও কামান হামলা হয়েছে বলে দাবি তার। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় চারটি আবাসিক ভবন, গ্যাস পাইপলাইন, গাড়িসহ বহু সম্পদ।

হামলার জন্য কিয়েভকে দায়ী করেছে মস্কো। তাদের দাবি, সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দিয়ে রুশ ভূখণ্ডে একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেন। বেলগোর্দে হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই ক্রাইমিয়ার নিকটবর্তী আরেক শহরে দুটি ড্রোন হামলা চালানো হয়। গেল কয়েকদিন ধরেই রাশিয়ার দক্ষিণের অঞ্চলটিতে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরুর পর থেকে যা রুশ ভূখণ্ডে চালানো সবচেয়ে বড় হামলা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply