আওয়ামী লীগ আঘাত করলে পাল্টা দৌড়ানি দিবেন: মির্জা আব্বাস

|

মানিকগঞ্জ জেলা বিএনপি'র সমাবেশে বক্তব্যরত মির্জা আব্বাস।

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ধৈয্য ধরে রাজপথে থাকবেন। আওয়ামী লীগ আঘাত করলে পাল্টা দৌঁড়ানি দিবেন। দেখবেন লেজ গুটিয়ে বর্ডার ক্রস করবে। প্রস্ততি নিন আওয়ামী লীগের প্রতিটি কথা ও কাজের জবাব দিতে হবে।

শুক্রবার (২৬ মে) বিকেলে মানিকগঞ্জ সদরের জয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, সমগ্র বাংলাদেশটাই এখন জেল খানা। তাই আমাদের জেলে যাওয়ার ভয় দেখাবেন না। আমাদেরকে হত্যার ভয় দেখাবেন না, আমাদেরকে গুমের ভয় দেখাবেন না। সময় কিন্তু বেশি দিন নাই। অল্প কয়েকটা দিন সময়।

মির্জা আব্বাস আরও বলেন, আপনারা ধৈর্য ধরে রাজপথে থাকবেন। আওয়ামী লীগ আঘাত করলে পাল্টা দৌড়ানি দিবেন। দেখবেন একটাও থাকবে না। লেজ গুটিয়ে বর্ডারক্রস করে চলে যাবে। এরা হলো শিয়ালের মতো, এখন তো ক্ষমতায় আছে। পুলিশ আছে, র‍্যাব আছে, বিজিবি আছে। কতো কিছু নিয়ে লাফায়। আর কয়দিন পর কিচ্ছু থাকবে না। তখন দেখা যাবে কার কোমরে কতো জোর আছে।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী সরকারের নেতৃত্বাধীন কিংবা আওয়ামী লীগের নেতৃত্বাধীন কোনো সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। একটি তত্ত্বাবধায়ক সরকার হবে, একটা নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচন কমিশন হবে তার অধীনে বিএনপি নির্বাচনে যাবে। এর বাইরে কোনো আপোষ নাই, আপোষ হবে না।

জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রীতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এ জিন্নাহ কবির-এর সঞ্চালনায় জনসমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুসহ জেলা-উপজেলা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply