রোনালদোর ক্লাব আল-নাসরের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জিদান!

|

ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল–নাসর তাদের কোচ রুডি গার্সিয়ার জায়গায় জিনেদিন জিদানকে প্রস্তাব দিয়েছিল। ১৭ শ’ কোটি টাকার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জিদান- এমনটি জানাচ্ছে ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মেরকাতো’। খবর গোল ডটকমের

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ গত এপ্রিলে জানিয়েছিল, রুডি গার্সিয়ার জায়গায় জিনেদিন জিদানকে আনতে চায় সৌদি আরবের ক্লাবটি। এবার জানা গেল, সত্যিই জিদানকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল আল–নাসর। ফরাসি কিংবদন্তি তাতে রাজি হননি।

এর আগে গুঞ্জন উঠেছিল জিদানকে কোচ বানাতে চায় ফরাসি ক্লাব পিএসজি। আর কিংবদন্তি নিজে চান ফ্রান্স জাতীয় দলের কোচ হতে। কিন্তু দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পর জিদানকে ফ্রান্স কোচ হওয়ার স্বপ্ন বিসর্জন দিতে হয়।

রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিদান ২০২১ সালে বার্নাব্যুর দায়িত্ব ছাড়ার পর কোনো ক্লাবে যোগ দেননি। আল নাসেরের সুযোগ ছিল সাবেক শিষ্য রোনালদোর সঙ্গে লস ব্লাঙ্কোসদের দু’দফায় সফল কোচিং করানো জিদানের পুনর্মিলনী ঘটানোর।

গত ডিসেম্বরে সৌদি প্রো লিগের দল আল নাসেরে ২১৫ মিলিয়ন ইউএস ডলার রেকর্ড বেতনে যোগ দেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগাল মহাতারকা রোনালদো। লিওনেল মেসিসহ আরও অনেক নামীদামী খেলোয়াড়কে সৌদিতে টানার চেষ্টা করে চলেছে লিগ কর্তৃপক্ষ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply