টাঙ্গাইলে নিজ ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

|

নিহতের স্বজনদের আহাজারি।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের ঘাটাইলে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নিজ ঘর থেকে সুলতান মাহমুদ (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুলতান ওই এলাকার মৃত মুসা সরকারের ছেলে।

শুক্রবার (২৬ মে) ভোর রাতে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের বড় ভাই কে এম নাছির উদ্দিন জানান, সুলতান বাড়িতে একাই থাকতেন। এ ঘটনার ৪-৫ দিন আগে সুলতানের সাথে আমাদের যোগাযোগ হয়। গত মঙ্গলবারও এলাকার মানুষ তাকে দেখেছে। কিন্তু গতকাল সুলতানের মুঠোফোনে বারবার যোগাযোগ করেও তার কোনো খবর পাইনি। পরে পুলিশে খবর দিলে ঘরের দরজা ভেঙে সুলতানের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে। দেখে মনে হচ্ছে কয়েকদিন আগেই তাকে হত্যা করা হয়েছে। মরদেহের শরীর গলতে শুরু করেছিল।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এবিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, রাত সাড়ে তিনটার দিকে গালা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের হাত-পা বাঁধা ছিল এবং মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কোনো অভিযোগ এখনও দায়ের করা হয়নি। এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply