সীতাকুণ্ডে সম্পত্তির লোভে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে হত্যা

|

চট্টগ্রামের সীতাকুণ্ডে সম্পত্তির লোভে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে মেরেছে ভাসুর ও তার স্ত্রী। এই ঘটনায় দায় স্বীকার করায় গোলাম মোস্তফা এবং স্বপ্না আক্তারকে বৃহস্পতিবার (২৫ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ মে) সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জোরবটতল এলাকার মুনসুর আহমদের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম রোকসানা আক্তার। তিনি ওই এলাকার আনোয়ার কিবরিয়ার স্ত্রী।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

পুলিশ জানায়, কিবরিয়ার ছোট ভাই মোস্তফার সংসারে তিনটি কন্যা সন্তান রয়েছে। আর অন্তঃসত্ত্বা রোকসানর গর্ভে জমজ দু’টি ছেলে সন্তান রয়েছে। ভাইয়ের ছেলেরা বড় হলে সম্পত্তি ভাগাভাগি হবে এই ভেবে প্রথমে কাঠ দিয়ে মাথায় আঘাত করে এবং পরে মৃত্যু নিশ্চিত করতে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে রোকসানার। এ ঘটনায় নিহতের বাবা নূর আলম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই মামলায় ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষী হোসনেয়ারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম, আসামি গোলাম মোস্তফা ও স্বপ্না আক্তার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালতে জবানবন্দী প্রদান করেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply