এবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ সরকারের জন্য চ্যালেঞ্জ: তাজুল ইসলাম

|

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ছবি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ এবার সরকারের জন্য চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সচেতনতার মাধ্যমেই সকলে মিলে ডেঙ্গু মোকাবেলা করতে হবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে এটুআই আয়োজিত ওয়াটার ইনোভেশন চ্যালেঞ্জ কম্পিটিশন, প্রেগনেন্সি মনিটরিং চ্যালেঞ্জ ও লেটার বিল্ডার ইনোভেশন চ্যালেঞ্জের বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

তাজুল ইসলাম বলেন, পৃথিবীর উন্নত দেশগুলো সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু রোগ ও এডিস মশা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় চলতি বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি।

পানি ব্যবহারের ক্ষেত্রেও দেশবাসীকে সচেতন হতে আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। পানির অপচয় রোধে তরুণ প্রজন্মকে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে সকলের প্রতি আহ্বানও জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply