নতুন ভিসানীতি নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সাথে আ.লীগ-বিএনপি-জাপার বৈঠক

|

ছবি: ফাইল ফটো

বাংলাদেশে আমেরিকার ভিসা নীতির বিষয়ে বড় ৩টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকে উপস্থিত হয়ে আওয়ামীলীগ বিএনপি ও জাতীয় পার্টি নিজেদের মতামত তুলে ধরে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসায় মিটিংয়ে অংশ নেন ৩ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মিটিং শেষে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে উদ্বেগ উৎকণ্ঠা তারই প্রতিফলন মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। নতুন মার্কিন ভিসা নীতির সিদ্ধান্তকে বিএনপি সমর্থন করে বলেও জানান তিনি। জানান, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মার্কিন এই পদক্ষেপ সহায়ক ভূমিকা পালন করবে।

মিটিং শেষে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ চায়। মার্কিন প্রশাসন যে ভিসা নীতি ঘোষণা করেছে এতে জাতীয় পার্টি একমত বলেও জানান তিনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply