এক রাতে ৩৬টি ড্রোন হামলা প্রতিহতের দাবি কিয়েভের

|

ভয়েস অব আমেরিকা থেকে সংগৃহীত ছবি।

এক রাতেই ৩৬টি রুশ ড্রোন রকেট হামলা প্রতিহত করেছে ইউক্রেনীয় সেনারা। বৃহস্পতিবার (২৫ মে) এ দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্টের দফতর। ভূপাতিত ড্রোনগুলো ইরানের তৈরি শহীদ- ওয়ান-থার্টি সিক্স এবং শহীদ- ওয়ান-থার্টি ওয়ান সিরিজের বলে দাবি করেছে কিয়েভ। তবে এ অভিযোগের প্রেক্ষিতে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো। খবর ভয়েজ অব আমেরিকার।

ইউক্রেনের প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে, বুধবার (২৪ মে) রাতভর সামরিক ও বেসামরিক স্থাপনা টার্গেট করে হামলা চালায় রুশ বাহিনী। তবে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সবগুলো ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনীয় সেনারা। ঘটেনি কোনো হতাহতের ঘটনাও।

এদিকে, রুশ নিয়ন্ত্রণাধীন ক্রাইমিয়ায় ড্রোন হামলার অভিযোগ করেছে মস্কো। তাদের দাবি, বিভিন্ন এলাকায় ছয়টি ড্রোন রকেট ছুঁড়েছে ইউক্রেনীয় সেনারা। তবে ছয়টি হামলা চেষ্টাই প্রতিহত করেছে রুশ সেনারা। ভূপাতিত করেছে সবগুলো ড্রোন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply