নেইমার প্রসঙ্গে ‘কৌশলী’ উত্তর দিলেন টেন হাগ

|

ছবি: সংগৃহীত

বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিবেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। পিএসজি তারকার সঙ্গে চুক্তির সম্ভাবনাকেও অবশ্য উড়িয়ে দিচ্ছেন না স্বয়ং রেড ডেভিল কোচ এরিক টেন হাগও। এ অবস্থায় ব্রাজিলের তারকা নেইমারকে দলে ভেড়ানো নিয়ে ‘কৌশলী’ উত্তর দিয়েছেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।

ব্রাজিলের তারকা ফুটবলারকে পেতে এরই মধ্যে পিএসজির সঙ্গে আলাপ শুরু করেছে ইউনাইটেড। প্রিমিয়ার লিগের ক্লাবটিতে নেইমারকে আনতে রেড ডেভিলদের আরেক ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরোও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও ইউনাইটেডে যাওয়া নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি নেইমার।

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২৫ মে) চেলসির সঙ্গে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেইমার প্রসঙ্গে প্রশ্নের জবাবে টেন হাগ বলেন, যখন আমাদের কাছে খবর আসবে, আমরা আপনাদের জানাবো।

ব্রাজিলিয়ান তারকার সঙ্গে প্যারিস সেইন্ট জার্মেইনের চুক্তি রয়েছে ২০২৫ সাল পর্যন্ত। তবে ইউরোপের গণমাধ্যমে খরব, চুক্তি শেষ করার আগেই পিএসজি ছাড়তে চান এ তারকা।

ফরাসি গণমাধ্যম লে’কিপের তথ্য, ৩১ বছর বয়সী নেইমারকে রেড ডেভিলদের ডেরায় নিতে আলোচনা চলছে। আলোচনার অগ্রগতিতে ফ্রান্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড লুইস লরেন্ট সাহা মত দিয়েছিলেন যে, নেইমারের ‘জীবনযাপন’ অন্যতম ঝামেলার কারণ হবে টেন হাগের জন্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply