প্রয়োজনে রাজনীতি থেকে সরে দাঁড়াবো: ইমরান খান

|

নেতা কর্মীদের গ্রেফতার আর হয়রানির মুখে এবার সরকারের সাথে আলোচনার ঘোষণা দিলেন পিটিআই প্রধান ইমরান খান। ভাষণে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী জানান, আলোচনার জন্য প্রয়োজনে বিশেষ কমিটি গঠন করবেন তিনি। এমনকি কমিটি যদি প্রয়োজন মনে করে তাহলে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন তিনি।

ইমরান খান জানান, তার কাছে পাকিস্তানের স্থিতিশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশে শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবেন বলেও জানান তিনি। ভাষণে অক্টোবরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন আয়োজনের সমালোচনাও করেন তিনি। বলেন, পিটিআইকে নিশ্চিহ্ন করার লক্ষ্য ক্ষমতাসীন পক্ষগুলোর। পিটিআই এর নেতাকর্মীদের গ্রেফতার এবং চাপ প্রয়োগের পর সরকারের লক্ষ্য নির্বাচন আয়োজনের।

ইমরান বলেন, আমাদের হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। যারা ক্ষমতায় আছেন তাদের সাথে আলোচনার জন্য বিশেষ কমিটি গঠন করবো আমরা। যদি সেই কমিটি প্রয়োজন মনে করে তাহলে আমি দরকার হলে রাজনীতি থেকে সরে দাড়াবো।
এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply