যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল, প্রস্তাব অনুমোদন

|

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল কিনছে সরকার। টিসিবির জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে ১৪০ টাকা লিটার দরে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এছাড়া, দেশীয় প্রতিষ্ঠান থেকে ১৮৩ টাকা লিটার দরে ৭০ লাখ লিটার তেল কেনা হবে। বুধবার (২৪ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জরুরি প্রয়োজনে দেশীয় এক প্রতিষ্ঠান থেকে ১০৫ টাকা কেজি দরে সাড়ে ১২ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের এক্সেনচুয়াল টেকনোলজি ইনকরপোরেশন থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়। এতে খরচ হবে ১২৯ কোটি ৫৮ লাখ টাকা। এছাড়া মরক্কো ও কানাডা থেকে ৮০ হাজার টন সার কেনার অনুমোদন দেয়া হয় সভায়। এতে ব্যয় হবে মোট ৩৪৬ কোটি ৭১ লাখ টাকা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply