সীমান্তে চোরাচালান, মাদক ও হত্যা বন্ধে আরও তৎপর হতে বিজিবিকে রাষ্ট্রপতির নির্দেশ

|

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২৪ মে) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ. কে .এম. নাজমুল হাসান সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

মো. সাহাবুদ্দিন বলেন, সীমান্ত রক্ষায় বিজিবির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মাদকের অনুপ্রবেশের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে হবে। এছাড়া আগামী নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে যেকোনো ধরনের অনুপ্রবেশ বন্ধ করতে বিজিবিকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন তিনি। সাক্ষাৎকালে এ. কে .এম. নাজমুল হাসান বিজিবির সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply