যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হতে যাচ্ছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস

|

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করতে যাচ্ছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। বুধবার (২৪ মে) টুইটারের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। খবর এনবিসি নিউজের।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় টুইটার স্পেসে মাইক্রোব্লগিং সাইটটির সিইও ইলন মাস্কের সাথে এক আলোচনায় যোগ দেবেন ডিস্যান্টিস। একইদিন প্রার্থিতার কথা জানিয়ে প্রচার করবেন একটি ভিডিও বার্তাও।

রিপাবলিকান দলীয় প্রার্থিতায় ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে ৪৪ বছর বয়সী ডিস্যান্টিসকে। জাতীয় জরিপে অবশ্য ৩০ পয়েন্টেরও বেশি ব্যবধানে এগিয়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। তবে প্রতিনিয়ত অবস্থান জোরালো হচ্ছে ডিস্যান্টিসের।

আগামী ফেব্রুয়ারিতে প্রাইমারির মধ্য দিয়ে নির্ধারণ হবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিপরীতে কে লড়বেন রিপাবলিকানদের হয়ে। আসছে বছর নভেম্বরে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply