আফগানিস্তান সিরিজ: অনুশীলনে ফিরেছেন লিটন-মুশফিক-মিরাজ-তাসকিনরা

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তান সিরিজকে সামনে রেখে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন মুশফিকুর রহিম, লিটন দাসরা। সেরা ছন্দে ফিরতে কঠিন পরিশ্রম করছেন লিটন দাস। এদিকে, ইনজুরি কাটিয়ে উঠছেন তাসকিন আহমেদ। সবকিছু ঠিক থাকলে আফগানিস্তান সিরিজে ফিরছেন এ পেসার।

সবশেষ দুই সিরিজে রান ফিরেছে মুশফিকুর রহিমের ব্যাটে। কিন্তু, তাই বলে অন্য সবার মতো ছুটিতে একদম গা ভাসাতে নারাজ মিস্টার ডিপেন্ডেবল। সব সময় কঠোর পরিশ্রমে বিশ্বাসী মুশি ব্যক্তি উদ্যোগেই নেটে বোলার নিয়ে এসে লম্বা সময় ব্যাটিং করেছেন মিরপুরের ইনডোর গ্রাউন্ডে। এদিন, ওয়ানডে আর টি টোয়েন্টির মেজাজ ভুলে মুশির চেষ্টা ছিলো টেস্ট মেজাজে নিজেকে মানিয়ে নেবার।

মুশফিককে আইডল মনে করেন জাতীয় দলের যে ক্রিকেটাররা তাদের অন্যতম একজন মেহেদী হাসান মিরাজ। বিশেষ করে ব্যাটিংয়ে মুশফিকের কাছে দিক্ষা নেবার কথা প্রায়শই বলেন তরুণ এ অলরাউন্ডার। বোলিংয়ের পাশাপাশি এখন ব্যাটিংয়েও বাড়তি গুরুত্ব দিয়ে দলের জন্য খুবই কার্যকরী অস্ত্রে হয়ে উঠেছেন মিরাজ। লম্বা সময় মুশির পাশের নেটে নিজেকে আরও শানিত করেছেন খুলনার এ ক্রিকেটার। লক্ষ্য একটাই, ব্যাটিংয়ে আরও পরিণত হওয়া।

আর, সবার শেষে নেটে যোগ দেন লিটন দাস। আইপিএলের পর আয়ারল্যান্ড সিরিজেও প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি এ ওপেনার। তাই তো, নিজের সেরা ছন্দে ফিরতে মরিয়া লিটন। আফগানদের বিপক্ষে সিরিজ মানেই যে কেবল রশিদ খান, মুজিবদের স্পিন নয়, আছে ফজল হক ফারুকির মতো পেসাররা সে বিষয় মাথায় রেখে অনুশীলন করেছেন লিটন। বোলিং মেশিন আর গ্রানাইটের স্ল্যাবের কম্বিনেশনে এদিন ঝড়ো গতির বলে অনুশীলন করেছেন লিটন।

এদিকে, ইনজুরিতে আয়ারল্যান্ড সিরিজ মিস করা তাসকিন আহমেদ শুরু করেছেন রিহ্যাব। প্রত্যাশা অনুযায়ী ফিটনেসও ফিরছে এ পেসারের। আফগানিস্থান সিরিজ দিয়েই মাঠে ফিরতে চান এ স্পিড স্টার।

তাসকিন আহমেদ বলেন, আল্লাহর অশেষ রহমতে এখন বেশ ভাল অবস্থায় আছি। চার সেশন প্র্যাকটিস করলাম। বেশ ভাল হয়েছে এ সেশনগুলো। এভাবে চলতে থাকলে ইনশাআল্লাহ ভাল কিছু হবে।

ইনজুরির সাথে তাসকিনের সখ্যতা বেশ পুরনো। চোটের কারণে ২০১৯ বিশ্বকাপ মিস করেছেন এ পেসার। এবার আরও একটি বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে কি বাড়তি সতর্কতা অবলম্বন করবেন তাসকিন? ঢাকার এই ক্রিকেটার বলছেন সবসময় খেলতে মরিয়া তিনি।

তাসকিন বলেন, আসলে গা বাঁচায়ে খেলাটা আমার দ্বারা সম্ভব না। এটা আমার মাথায়ই থাকে না।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply