রাজধানীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ, বাস ভাঙচুর

|

ফাইল ছবি।

রাজধানীর সায়েন্স ল্যাব ও ধানমন্ডি এলাকায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক ধাওয়া, পাল্টা-ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যেগে পদযাত্রা শুরু হয় ধানমন্ডি এলাকায়। সায়েন্স ল্যাব মোড়ে এসে পদযাত্রা শেষ হবার পর সিনিয়র নেতারা চলে যান। এরপরই পদযাত্রার শেষের দিকের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বেধে যায়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। রাস্তায় থাকা একটি বিআরটিসি বাস ভাঙচুর করে বিক্ষুব্ধ কর্মীরা। ইট-পাটকেলে পুলিশসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গুলি এবং বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় ধানমন্ডি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিকেলে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply