ফেসবুকে মহানবীকে অবমাননা: যুবকের ১০ বছরের কারাদণ্ড

|

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেয়ার মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রংপুর সাইবার ট্রাইব্যুনাল। একইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ আদেশ দেন। রংপুর সাইবার ট্রাইব্যুনালের পিপি রুহুল তালুকদার জানান, ২০১৭ সালের ২৮ অক্টোবর রংপুরের গঙ্গাচড়ার টিটো রায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননার বক্তব্য পোস্ট করেন তার ফেসবুক আইডিতে। এ ঘটনার জেরে সেখানে হিন্দুপল্লিতে আগুন দেয়ার ঘটনা ঘটে। ২০১৭ সালের ৬ নভেম্বর এ ঘটনায় পার্শ্ববর্তী গ্রামের রাজু মিয়া ডিজিটাল নিরাপত্তা আইনে টিটোকে আসামি করে মামলা করেন। মামলার পর পুলিশ টিটো রায়কে গ্রেফতার করে।

পিপি আরও জানান, তদন্ত শেষে পুলিশ টিটোর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। রংপুর সাইবার ট্রাইব্যুনালে দীর্ঘদিন ধরে ১৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে এ রায় দেন আদালত। এরইমধ্যে করা কারাভোগ দণ্ডাদেশের সাথে একীভূত হবে। এ সময় আসামি টিটো আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী প্রশান্ত কুমার বলেন, এ রায়ে ন্যায় বিচার প্রতিফলিত হয়নি। আমরা উচ্চ আদালতে আপিল করবো।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply