পেন্টাগনে বিস্ফোরণের ভুয়া ছবি ভাইরাল

|

ছবি : সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে বিস্ফোরণের একটি ভুয়া ছবি ভাইরাল হয়েছে। সোমবার (২২ মে) এ ঘটনা ঘটে। খবর ওয়াশিংটন পোস্টের।

এদিকে ভুয়া ছবিটি ভাইরাল হওয়ার প্রভাব শেয়ারবাজারে পর্যন্ত পড়েছে। পর্যবেক্ষকদের সন্দেহ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে ভুয়া ছবিটি তৈরি করা হয়েছে। জেনারেটিভ এআই প্রযুক্তি কয়েক মুহূর্তের মধ্যে এ ধরনের বিশ্বাসযোগ্য ছবি তৈরি করতে পারে।

এ ঘটনার পর জেনারেটিভ এআই প্রযুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে, এ প্রযুক্তি সমাজের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।

ছবিটি ছড়িয়ে পড়লে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের এক মুখপাত্র বলেন, আমরা নিশ্চিত করতে পারি যে এটি মিথ্যা খবর। পেন্টাগনে হামলা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে স্থানীয় ফায়ার বিভাগ জানিয়েছে, পেন্টাগন বা তার কাছাকাছি এলাকায় কোনো বিস্ফোরণ ঘটেনি।

প্রসঙ্গত, এর আগেও এমন ভুয়া ছবি অনলাইনে ছড়িয়েছে, যার মধ্যে একটি ছিল, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার হয়েছেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply