মুচলেকা দিয়ে জামিন পেলেন নোবেল

|

গায়ক মইনুল আহসান নোবেল।

প্রতারণার মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী নোবেলের একদিনের রিমান্ড শেষে জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন শুনানি শেষে নোবেলের জামিন মঞ্জুর করেন।

এই শিল্পীর জামিনের শর্ত হিসেবে ৫ হাজার টাকা মুচলেকা নেয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা প্রতারণার মাধ্যম্যে আত্মসাতের অভিযোগে এর আগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

নোবেলের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, নোবেল শারীরিকভাবে অসুস্থ থাকায় উক্ত অনুষ্ঠানে যেতে পারেননি। আর আর্থিক বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মীমাংসাও হয়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এদিকে, জামিন পাওয়ায় খুশি নোবেলের দলের সহশিল্পীরাও। নোবেল ব্যান্ড দলের ড্রামার এম আর রুবেল বলেন, পুরো বিষয় নিয়ে দ্রুতই সংবাদ সম্মেলন করা হবে।

প্রসঙ্গত, শরীয়তপুরের ভেদরগঞ্জ হেড কোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০১৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে গান গাওয়ার শর্তে ১ লাখ ৭৫ হাজার টাকা নেন নোবেল। কিন্তু গেলো মাসের ২৮ তারিখের সেই অনুষ্ঠানে যাননি তিনি। এরপর আয়োজকেরা মামলা করেন তার বিরুদ্ধে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply