পেঁয়াজের বাজার স্বাভাবিক হচ্ছে না, তদারকি বাড়ানোর দাবি ক্রেতাদের

|

স্বাভাবিক হচ্ছে না পেঁয়াজের বাজার। নিয়ন্ত্রণহীন দামে ক্রেতার হাঁসফাঁস অবস্থা। সোমবারও (২২ মে) রাজধানীর বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা।

পাড়া-মহল্লার দোকানে পাবনা ও ফরিদপুরের পেঁয়াজের কেজি ৮০ টাকারও বেশি। পাইকাররা বলছেন, আমদানি বন্ধ থাকায় এমন পরিস্থিতি হয়েছে। এরইমধ্যে সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমদানির ঘোষণা আসা শুরু হয়েছে। অনেক ব্যবসায়ী আমদানির অনুমতির জন্যে আবেদনও করেছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ক্রেতারা বলছেন, খুচরা পর্যায়ের দোকানদাররা বেশি দাম হাঁকাচ্ছেন। সিন্ডিকেট নির্মূলে তদারকি বাড়ানোর দাবি তাদের। এদিকে, অবশ্য রাজধানীতে পেয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply