দিনাজপুরে বৈরী আবহাওয়ায় আগেভাগেই বাজারে লিচু

|

জ্যৈষ্ঠ মাসের মধুফল লিচু। নানা জাতের এই ফল উঠতে শুরু করেছে দিনাজপুরের বাজারে। তবে বৈরী আবহাওয়ার কারণে এখন পুরোপুরি পরিপক্ব হয়নি সুস্বাদু এই মধু ফল। তবে তীব্র তাপদাহে লিচু নষ্ট আর পূঁজি হারানোর শঙ্কায় আগেভাগেই ফল পাড়ছেন চাষীরা। বাজারে দামও হাঁকা হচ্ছে বেশ চড়া।

দিনাজপুরের লিচুর খ্যাতি দেশজুড়েই। তবে এবার টানা তাপদাহের প্রভাব পড়েছে ফলনে। দানা বড় হতে সময় নিয়েছে বেশি। তাই লোকসানের শঙ্কায় অপরিপক্ব লিচুই বাজারে তুলছেন অনেক বাগানী।

ক্যালেন্ডার অনুযায়ী পরিপক্ব লিচু বাজারে ওঠার কথা সপ্তাহ খানেক পর। তার আগেই বাজারে সয়লাব মাদরাজি, বেদানা ও চায়না থ্রি-জাতের লিচু। বিক্রিও হচ্ছে চড়া দামে। অনেকে অবশ্য মানছেন ক্যালেন্ডার। চেষ্টা করছেন ফলন রক্ষার। ব্যস্ত আছেন বাগান পরিচর্যার।

দিনাজপুরের কৃষি সম্প্রসারণ বিভাগের অতি: পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, তীব্র খরার প্রভাব পড়েছে লিচুর বাগানে। ফলন রক্ষায় বাগান মালিকদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে।

চলতি বছর দিনাজপুরে ৪ হাজার ৯৫০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply