বিএনপির মিথ্যাচার-ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: কৃষিমন্ত্রী

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

বিএনপির মিথ্যাচার-ষড়যন্ত্রের বিরুদ্ধের রুখে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

শনিবার (২০ মে) বিকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, নানা ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। ১৭ কোটি মানুষের খাদ্যের কোনো অভাব নেই। এটি কোনো যাদু বলে হয়নি। একটি কৌশল। বিএনপির আমলে বীজ, সারের দাম বেশি ছিল, আওয়ামী লীগ তা কমিয়ে এনেছে। বিএনপির মিথ্যার ষড়যন্ত্রের বিরুদ্ধের রুখে দাঁড়াতে হবে।

বিএনপির উদ্দেশে মন্ত্রী আরও বলেন, প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। পাকিস্তানের প্রেমিকরা, শয়তানরা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। যে জিয়াউর রহমান পাকিস্তানের সড়কে তুলে দিয়ে গেছে বাংলাদেশকে ধর্মান্ধদের কাছে। সেই খুনি জিয়ার সন্তান এখনো স্বপ্ন দেখে বাংলাদেশকে পাকিস্তান বানাবে। প্রতিদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা পালাবার পথ খুঁজে পাবে না, সরকারের পতন ঘটাবে। অনেক আন্দোলন করেছেন, মানুষকে হত্যা করেছেন, পুলিশকেও পুড়িয়ে হত্যা করেছেন। ৫ বছর ধরে শান্তিতে আছি, দেশটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, সারা বিশ্ব আমাদের দেখে অবাক তাকিয়ে রয়, স্যালুট করে। বিদেশিরা জিজ্ঞাসা করে আমরা আলাদীনের চেরাগ পেয়েছি কিনা। আমরা তাদের বলি আমরা আলাদীনের চেরাগ নয় পেয়েছি শেখ হাসিনাকে। বিএনপির মিথ্যাচার অপপ্রচার ইতিহাসের মিথ্যাচার সম্পর্কে আমাদের রুখে দাঁড়াতে হবে।

এদিকে দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হচ্ছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে শ্রীনগর স্টেডিয়ামে আয়োজিত নেতাকর্মীদের ঢল নামে সকাল থেকে। দীর্ঘদিন পর সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস আমেজ স্লোগানে মুখরিত সম্মেলন স্থল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃনাল কান্তি দাস, মুন্সিগঞ্জ দুই আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়ামিন এমিলি প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply