বঙ্গোপসাগরে শুরু হয়েছে মাছ ধরার নিষেধাজ্ঞা

|

সমুদ্রে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে বঙ্গোপসাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। শুক্রবার (১৯ মে) মধ্যরাত থেকে শুরু হয় এই নিষেধাজ্ঞা, চলবে ২৩ জুলাই পর্যন্ত।

এদিকে, নিষেধাজ্ঞা আর বৈরি আবহাওয়ায় নাকাল উপকূলের জেলেরা। একটানা ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকায় পরিবার নিয়ে দুর্বিষহ দিন যাপনের আশঙ্কায় রয়েছেন জেলেরা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

নিষেধাজ্ঞা চলাকালীন সমুদ্রগামী নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা হিসেবে দেয়া হবে ৮৬ কেজি চাল। যদিও জেলেদের দাবি, পরিবারে বেশ কয়েকজন সদস্য থাকায় এই চাল দিয়ে কিছুই হয় না তাদের। তাই খাদ্য সহায়তার পাশাপাশি নগদ অর্থ সহায়তা চান তারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply