নৈরাজ্যের প্রতিবাদে চবি’র মূল ফটকে ছাত্রলীগের তালা

|

ঘটনাস্থলের ছবি।

খাবারের মূল্য বৃদ্ধি, অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়, বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

বুধবার (১৭ মে) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা মূল ফটকের সামনে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা বলেন, ভর্তি পরীক্ষার সময় এরকম নৈরাজ্য মোটেও নতুন কিছু নয়। কিন্তু, প্রশাসন এ বিষয়ে নির্লিপ্ত।

এর আগে, বুধবার বিকেলে অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়ের কারণে ২০ সিএনজি চালককে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে গেলে রাত দশটায় প্রশাসনের আশ্বাসে খুলে দেয়া হয় মূল ফটকের তালা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply