রুয়েট শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

|

তানভীর ফাহাদ রুমি'র ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত ছবি।

রাজশাহী ব্যুরো:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) হল থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তানভীর ফাহাদ রুমি (২৪) নামের ঐ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

বুধবার (১৭ মে) বিকেলে রুয়েটের শহীদ লেফটেন্যান্ট সেলিম হল থেকে তানভীরের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত তানভীর রুয়েটের মেকানিক্যাল বিভাগের ১৮ সিরিজের ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম জানান, তানভীর রুয়েটের শহীদ শহীদুল্লাহ হলের ৩৫৫ নম্বর রুমে থাকতেন। গলায় ফাঁস দেয়ার পর তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর, তাকে মৃত ঘোষণা করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, ওই শিক্ষাথীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply