ইরাকের নাজাফ শহরে গণ-জানাজা

|

ইরাকের নাজাফ শহরে অনুষ্ঠিত হলো গণ-জানাজা। ২০১৪ সালে জঙ্গি সংগঠন আইএস’র হামলায় নিহত ৪৪ ব্যক্তির পরিচয় শনাক্তের পর তাদের দাফন করা হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সরকারের ধারণা, ৯ বছর আগে নিনেভেহ প্রশাসনিক এলাকার একটি কারাগারে হামলা চালিয়ে এসব মানুষকে হত্যা করে সন্ত্রাসীরা। যাদের দেহাবশেষ পাওয়া যায় মোসুলের একটি গণকবরে। পরিচয় শনাক্তের জন্য পরিবারের কাছ থেকে ডিএনএ সংগ্রহ করা হয়। পরীক্ষায় নিশ্চিত হওয়ার পরই দেহাবশেষ হস্তান্তর করা হয়। প্রশাসনিক উদ্যোগে জানাজা-দাফন হয়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

উল্লেখ্য, ২০১৪ সালে ইরাক-সিরিয়ার বড় অংশজুড়ে তথাকথিত খেলাফত রাষ্ট্র গঠনের ঘোষণা দেয় জঙ্গি সংগঠন আইএস। জঙ্গি গোষ্ঠীটির মূলোৎপাটনে শুরু হয় মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক অভিযান। দীর্ঘ যুদ্ধে প্রাণ হারায় হাজার-হাজার মানুষ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply