বার্সেলোনার অম্লমধুর মৌসুম: ইউরোপে দিশেহারা, স্পেনে চ্যাম্পিয়ন

|

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির বিদায়, টানা ব্যর্থতার জেরে বার্সার ডাগআউট থেকে রোনাল্ড কোম্যানের পদত্যাগ, সাথে আর্থিক সঙ্কট- সব মিলিয়ে বার্সেলোনার এক টালমাটাল সময়েই দায়িত্বে এসেছিলেন কাতালান কিংবদন্তি জাভি হার্নান্দেজ। ২০২১ সালের নভেম্বরে দিশেহারা এক বার্সেলোনার দায়িত্ব নিয়ে ঘর গোছানোর কাজটাই করার চেষ্টা করেছেন ঘরের ছেলে জাভি। দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো পূর্ণ মৌসুমে ইউরোপ সেরার লড়াইয়ে খাবি খেলেও বার্সাকে লা লিগা চ্যাম্পিয়ন করেছেন জাভি। অনেক সঙ্কটের মধ্যেও লিগ শিরোপা জয় হয়তো বার্সেলোনাকে ঠিক পথেই আবার ফিরিয়ে আনতে পারে।

ছবি: সংগৃহীত

সাফল্য ব্যর্থতা মিলিয়েই মিশ্র এক মৌসুম কাটালো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্ব থেকেই বিদায় নেয়ার পর ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে সেখান থেকেও বাদ পড়া। ইউরোপিয়ান আসরে বার্সার দুর্দশা চললেও ২৭ তম লা লিগা শিরোপা ঠিকই জয় করেছেন লেভানদোভস্কি-পেদ্রি-গাভিরা। চার ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জয়ের পেছনে কৃতিত্ব পেতে পারে বার্সার রক্ষণ। ১৩ তম ম্যাচ ডে থেকেই লিগ টেবিলের শীর্ষে উঠে কাতালান ক্লাবটি। লিগে এ পর্যন্ত ৩৪ ম্যাচের মধ্যে মাত্র ১৩টি গোল হজম করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সেরা রক্ষণের রেকর্ড গড়েছে বার্সেলোনা।

ড্রেসিংরুমে বার্সা খেলোয়াড়দের উল্লাস। ছবি: সংগৃহীত

মাঠের সাফল্যের পরও আর্থিক সঙ্কট কাটিয়ে ওঠার লড়াইয়ে এখন মনোযোগ দিতে হচ্ছে বার্সাকে। বেশ কয়েকটি ইকোনমিক লিভার কার্যকর করে দেনার সাগর থেকে কোনোমতে ভেসে উঠতে পেরেছে ক্লাবটি। স্প্যানিশ কর কর্তৃপক্ষের অভিযোগ অনুসারে, খেলোয়াড়দের পাওনা পরিশোধে অনিয়মিত হওয়ায় বার্সাকে জরিমানা গুনতে হয়েছে ১৫.৭ মিলিয়ন ইউরো। সেই সাথে, লা লিগা রেফারিদের টেকনিক্যাল কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসে মারিয়া নেগ্রেইরাকে অর্থ প্রদানের ঘটনায় আরও কালো মেঘ জমতে পারে বার্সেলোনার আকাশে।

দ্য অ্যাথলেটিক জানিয়েছে, চলতি মাসের শুরুতেই বার্সা নিশ্চিত করেছে যে, ক্লাবটির ডিরেক্টর অব ফুটবল মাতেও আলেমানি নতুন ‘প্রফেশনাল প্রজেক্ট’ নিয়ে চলে যাচ্ছে অ্যাস্টন ভিলায়। সেই সাথে, স্পোর্টিং ডিরেক্টর জর্ডি ক্রুইফের ভবিষ্যৎও বার্সায় অনেকটাই অনিশ্চিত। এর ফলশ্রুতিতেই জাভি জানিয়েছিলেন, বার্সাকে যেতে হবে বেশ কয়েকটি কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে।

ছবি: সংগৃহীত

মাঠেও আসতে যাচ্ছে পরিবর্তন। তবে তার আকার এখনও নিশ্চিত নয়। ক্লাবের সোনালি সময়ের শেষ প্রতিনিধি সার্জিও বুসকেটস গত সপ্তাহেই নিশ্চিত করেছেন যে, এই মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়বেন তিনি। লিওনেল মেসিকে বার্সেলোনায় নিয়ে আসার সম্ভাবনাও তেমন জোরালো নয়। বরং, এমএলএস ক্লাব ইন্টার মিয়ামি কিংবা সৌদি ক্লাব আল হিলালেই হয়তো যেতে পারেন বার্সার ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়।

ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়াকেও বিক্রি করে আর্থিক সঙ্কট কিছুটা মেটানোর চেষ্টা করতে পারে বার্সা, এমন খবরও শোনা যাচ্ছে। নিউক্যাসলও জানিয়েছে, রাফিনিয়ার জন্য বড় অংকের খরচ করতে প্রস্তুত রয়েছে তারা। অ্যাকাডেমি গ্র্যাজুয়েট আনসু ফাতিকেও বিক্রি করে দিতে পারে কাতালান জায়ান্টরা। কারণ, উলভস থেকে রুবেন নেভেসকে বার্সা দলে ভেড়াতে চায় বলেও শোনা যাচ্ছে। তবে এর সবটাই হবে, এর নিশ্চয়তা এখনও দেয়া যাচ্ছে না। তবে অম্লমধুর এক মৌসুমের শেষটা দারুণভাবেই সম্পন্ন করতে চাইবেন অভিষেক মৌসুমেই বার্সাকে লিগ শিরোপা জেতানো জাভি। শিরোপা নিশ্চিত হলেও লিগে এখনও বাকি চার ম্যাচ। সেই ম্যাচগুলোতে নিশ্চয়ই চ্যাম্পিয়নদের মতোই খেলতে চাইবেন জাভি।

আরও পড়ুন: চার বছরের অপেক্ষার পর বার্সেলোনার লা লিগা জয়

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply