থাইল্যান্ডে জাতীয় নির্বাচন আজ, জনমত জরিপে এগিয়ে পুইয়ে থাই পার্টি

|

থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় রোববার (১৪ মে) সকাল আটটায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। খবর রয়টার্সের।

৭ কোটি ১০ লাখ জনগোষ্ঠীর দেশটিতে ভোটার সংখ্যা ৫ কোটি ২০ লাখ। এদের মধ্যে ৩ কোটি ৩০ লাখই নতুন প্রজন্মের। ক্ষমতাসীন প্রয়ুথ চান ওচার জন্য কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে এবারের নির্বাচনকে। জনমত জরিপে সবচেয়ে এগিয়ে থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতাংতার্ন সিনাওয়াত্রার দল পুইয়ে থাই পার্টি। জনপ্রিয়তা বেড়েছে তরুণ নেতৃত্বাধীন মুভ ফরোয়ার্ড পার্টিরও।

মোট ৯৫ হাজার ভোটকেন্দ্র থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সংগ্রহ করা হবে ফলাফল। রাত ১১টার মধ্যে অনানুষ্ঠানিক ফলাফল জানা যাবে বলে প্রত্যাশা নির্বাচন কমিশনের। আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে দু’মাস। প্রধানমন্ত্রী নির্বাচিত হতে হলে নিম্নকক্ষ ও সিনেট মিলিয়ে ৩৭৬ ভোট পেতে হবে কোনো প্রার্থীকে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply