ঘূর্ণিঝড় মোখা; উপকূলে প্রশাসনের মাইকিং, আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে

|

ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় উপকূলীয় জেলাগুলোতে নানা প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল থেকেই মাইকিং করে আশ্রয় কেন্দ্রে আসতে বলা হয়েছে স্থানীয়দের।

শুরুর দিকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার ব্যাপারে ততোটা আগ্রহী ছিলেন না তারা। রাতে কোথাও কোথাও বৃষ্টি ও দমকা হওয়া শুরু হলে আশ্রয়কেন্দ্রে আসতে থাকেন তারা। সেন্টমার্টিন্সসহ কক্সবাজার জেলায় খোলা হয়েছে ৭৭৬টি আশ্রয় কেন্দ্র। সেখানে আশ্রিতদের মাঝে বিতরণ করা হয়েছে খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র।

মজুদ রয়েছে নগদ টাকাসহ মজুদ রাখা হয়েছে চাল, বিস্কুট, ওরাল স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ওষুধ। এরপরও যারা ঘরবাড়ি ছেড়ে আসতে রাজি হচ্ছেন না তাদের বুঝিয়ে নিরাপদ স্থানে আনতে রাতভর চেষ্টা করেছেন প্রশাসনের লোকজন ও স্বেচ্ছাসেবীরা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply