অবশেষে আজ শপথ নেবেন ইমরান খান

|

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন পিটিআই-প্রধান ইমরান খান। রাজধানী ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউজে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনাড়ম্বর আয়োজনে তাকে শপথ পড়াবেন প্রেসিডেন্ট মামনুন হুসাইন।

শুক্রবার (১৭ আগস্ট) সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিতে পার্লামেন্টের অনুমোদন পান ইমরান। নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে দেয়া প্রথম ভাষণে ইঙ্গিত দেন পরিবর্তনের। জোর দেন, দুর্নীতি দমন আর দুর্নীতিগ্রস্তদের বিচারের ওপর। বলেন, দেশের লুট হওয়া সম্পদ ফেরাতে দোষীদের প্রত্যেককে কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে।

এসময়, সেনাবাহিনীর সহযোগিতায় নির্বাচনে জয়ের অভিযোগ প্রত্যাখ্যান করেন সাবেক এ ক্রিকেটার। বলেন, দুই দশকের সৎ প্রচেষ্টা আর জনগণের আস্থা অর্জনই তার প্রধানমন্ত্রী হওয়ার পুঁজি।

গত ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সবচেয়ে বেশি আসন লাভ করে পিটিআই। নির্বাচনে পিটিআই লাভ করে ১১৬টি আসন। মুসলিম লিগ (নওয়াজ) ৬৪টি, পিপিপি ৪৩টি আসন লাভ করে।

সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি পিটিআই। তবে পার্লামেন্টে ছোট দলগুলোর সমর্থন পেয়েছেন ইমরান।

গত ১৩ আগস্ট পার্লামেন্টের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত সদস্যরাই গত বুধবার নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করেন।

পিটিআইয়ের নেতা আসাদ কায়সার পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন। তাঁর ডেপুটি নির্বাচিত হন কাসিম সুরি। তিনিও পিটিআইয়ের নেতা।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply