গুজব ছড়ানোর অভিযোগ: জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন ঢাবি ছাত্রী

|

গুজব ছড়ানোর অভিযোগে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ তাসনিম আফরোজ ইমিকে ছেড়ে দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর শামসুননাহার হলের সামনে থেকে ইমিকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশের একটি দল।

পরে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান সাংবাদিকদেরকে জানান, জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর ও একজন হাউজ টিউটরের জিম্মায় ছেড়ে দেয়া হয় ইমিকে।

আটকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী যমুনা অনলাইনকে জানিয়েছিলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা বিষয়টি সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত রয়েছে।

সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের এই শিক্ষার্থী সাংস্কৃতিক সংগঠন স্লোগান ৭১-এর সাবেক সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তদাতাদের সংগঠন বাঁধনের কার্যকরী পরিষদের সাবেক সদস্য তিনি।

কোটা সংস্কার দাবির আন্দোলনে সক্রিয় থাকা ইমি নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষেও সামাজিক মাধ্যমে সোচ্চার ছিলেন। শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফেসবুকে গুজব ছড়িয়েছেন এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply