এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? জেনে নিন উপায়

|

টানা তাপ প্রবাহে নাস্তানাবুদ জনজীবন। গরম থেকে বাঁচতে এসি ব্যবহার করা হয়ে থাকে আবাসিক ভবনে। কিন্তু অনেক সময় দেখা যায়, এসি চালিয়েও যেন ঠিক মতো ঘর ঠান্ডা করতে পারছেন না। সমস্যা হতে পারে নানাবিধ। চলুন তবে জেনে নেয়া যাক, এসিতে ঘর ঠান্ডা না হলে যা করবেন।

এসির ক্ষমতার চেয়ে বেশি আয়তনের ঘর হলে সহজে ঘর ঠান্ডা হবে না। সাধারণত ১০০ ফুট ঘরের জন্য ১ টনের এসি দরকার হয়। ২০০ ফুট ঘর হলে প্রয়োজন দেড় টন। এর চেয়ে বেশি বড় ঘরের দরকার ২ টন এসি।

ঘরে খুব বেশি সূর্যের আলো ঢুকছে কিনা খেয়াল রাখুন। আলো রুখতে মোটা ভারী পর্দা ব্যবহার করুন। এসি চালানোর সময় ঘরের ফাঁক ফোঁকর বন্ধ রাখুন। সব দরজা জানালাও রাখতে হবে।

এসির ফিল্টার নিয়মিত পরিস্কার রাখতে হবে। যাতে ধূলা ময়লা ঢুকে এসির কার্যকারিতা নষ্ট না হয়। নির্দিষ্ট পরিমাণের বেশি মানুষ ঘরে থাকলে, ঘর ঠান্ডা হতে সময় লাগবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply