রাজধানীতে আগামীকাল থেকে বসছে কোরবানি পশুর হাট

|

রাজধানীতে আগামীকাল থেকে পশুর হাটে আনুষ্ঠানিক বেচাকেনা শুরু হবে। তবে আজ ছুটির দিন হওয়ায় অনেকেই ছুটছেন হাটে। দাম যাচাই করতে কিংবা পশুর হাটের সার্বিক অবস্থা বুঝতে ঢুঁ মেরে আসছেন হাট থেকে।

উত্তর সিটিতে ১০টি ও দক্ষিণ সিটি করপোরেশনে ১৫টিসহ মোট ২৫ হাট বসছে রাজধানীতে। অনেক জায়গায় এখনও চলছে হাটের প্রস্তুতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে সেখানে।

হাটগুলোতে প্রায় ১৪ লাখ গরু ওঠার সম্ভাবনা আছে। এখন পর্যন্ত পশুর পরিচর্যা করেই সময় পার করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এবার গরু সরবরাহ বেশ ভাল। ক্রেতা-বিক্রেতা কেউ যেন হয়রানির শিকার না হয় তার জন্য তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি হাটে জাল টাকা শনাক্তের জন্য বসানো হয়েছে বুথ।

যমুনা অনলাইন: এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply