১৩ বছরেও শেষ হয়নি সিরিজ বোমা হামলার বিচার

|

দেশজুড়ে চালানো সিরিজ বোমা হামলার বিচার ১৩ বছরেও শেষ হয়নি। মোট ১৪৯ মামলার মধ্যে এখনও বিচারাধীন ৫৬টি। এরই মধ্যে রায় হওয়া ৯৩টি মামলায় ফাঁসির দণ্ড হয়েছে ২৭ জঙ্গির। বিভিন্ন মেয়াদে সাজা হয় ৩৩৪ জনের। সিরিজ বোমা মামলার অন্যতম আসামি বোমারু মিজান সম্প্রতি ভারতে গ্রেপ্তার হয়েছে। তাকে ফিরিয়ে আনার চেষ্টার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩টি জেলায় একযোগে প্রায় ৫০০ বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জেএমবি। এতে ২ জন নিহত ও দু’শতাধিক আহত হয়।

সিরিজ বোমা হামলায় দায়ের হওয়া ১৫৯টি মামলার মধ্যে ১৪৯টির অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। নিষ্পত্তি হয়েছে ৯৩টি। রায়ে ২৭ জনের মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে ৩৩৪ জনের। এখনও ৫৬ মামলায় বিচার চলছে ৩৮৬ আসামির।

নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া দেশজুড়ে সিরিজ বোমা হামলা চালানো সম্ভব ছিলো না।

জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের ফাঁসি হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, জঙ্গিরা আর মাথাচাড়া দিতে পারবে না। কিন্তু ২০১৪ সালে ময়মনসিংহ থেকে সিরিজ বোমা হামলার অন্যতম আসামি বোমারু মিজানসহ তিনজনকে ছিনিয়ে নিয়ে আবারো নিজেদের ক্ষমতার জানান দেয় জঙ্গিরা। সম্প্রতি ভারতে গ্রেফতার হয়েছে এই দুর্ধর্ষ মিজান।

পুলিশের কর্মকর্তারা বলছেন, আইন শৃঙ্খলাবাহিনীর একের পর এক অভিযানে শক্তি হারিয়েছে জঙ্গিরা।

বিশ্লেষকরা বলছেন, দুর্বল হলেও বসে থাকবে না জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীকে সর্তকভাবে জঙ্গি দমন অভিযান অব্যাহত রাখতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply