ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

|

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে ছিলো টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

বাংলাদেশের এই মেয়েরা মাঠে নামলেই যেনো একের পর এক আক্রমণে জর্জরিত হয় প্রতিপক্ষের রক্ষণভাগ। শুরু থেকে একের পর এক আক্রমণ হানলেও প্রথম সাফল্য আসে ম্যাচের ১৮ মিনিটে। আনাই মুগিনির দূরপাল্লার শট সবস্ব দিয়েও ঠেকাতে পারলেন না ভুটান গোলরক্ষক। ৩৪ মিনিটে সহজ সুযোগ আর ৩৭ মিনিটে ফাউলে গোল বাতিল হওয়ার এক মিনিট পর লিড দ্বিগুন করেন আনুচিং মুগিনি। ভুটান ডিফেন্ডারের ফেরানো বলে দারুণ শটে জালে বল জড়ান তিনি। শেষ পর্যন্ত ৫-০ গোলে ভুটানকে হারায় বাংলাদেশের মেয়েরা।

গ্রুপপর্বে পাকিস্তানকে ১৪-০, আর নেপালকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী ১৮ তারিখ একই মাঠে ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের নারীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply