ঈদ উপলক্ষে আফগানিস্তানে অস্ত্রবিরতির কথা ভাবছে তালেবান

|

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে, আফগানিস্তানে আবারও সাময়িক অস্ত্রবিরতির কথা ভাবছে তালেবান। যদিও এ ঘোষণার পরই, ফারিয়াব ও বাঘলান প্রদেশে নিরাপত্তা বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় গোষ্ঠীটি। যাতে প্রাণ যায় ৬১ সেনা ও পুলিশ সদস্যের।

তালেবানের দু’জন জ্যেষ্ঠ নেতা জানান, মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় কিছু রাষ্ট্রের চাপে অস্ত্রবিরতির ব্যাপারে ভাবছেন তারা। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ আলোচনায় বসতে পারেন গোষ্ঠিটির শীর্ষ নেতারা।

দল থেকে সম্মতি এলে, শুরুতেই অস্ত্রবিরতি কার্যকর হবে গজনি প্রদেশে। তালেবানের দখল থেকে প্রদেশটি পুনরুদ্ধারে গেল সপ্তাহে অভিযান শুরু করে আফগান নিরাপত্তা বাহিনী। এরপর গেল ছয় দিনে শুধু গজনিতেই দুশ’ তালেবান যোদ্ধা, আর ১শ’ সেনাসদস্যসহ নিহত হয় সাড়ে ৩শ’ মানুষ।

১৭ বছর ধরে সংঘাত কবলিত আফগানিস্তানে, গেল জুনে ঈদুল ফিতরের সময় প্রথমবার অস্ত্রবিরতিতে সম্মত হয় আফগান সরকার ও তালেবান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply