জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা

|

জাতীয় শোক দিবসের নিরাপত্তায় সুনির্দিষ্ট কোন হুমকি নেই। তারপরেও অতীত ইতিহাস বিবেচনায় রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তা নিয়ে শঙ্কার কোন কারণ নেই। সারা শহরে দৃশ্যমান এবং অদৃশ্য কঠোর নিরাপত্তা বিধানের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভিভিআইপি মুভমেন্টের সময় সোনারগাঁও ক্রসিং থেকে রাসেল স্কয়ার, ধানমন্ডি ২৭ থেকে রাসেল স্কয়ার, সিটি কলেজ থেকে রাসেল স্কয়ার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

নিরাপত্তা তল্লাশিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে শ্রদ্ধা নিবেদন শেষে কেউ সেলফি তুলে সময় নষ্ট না করে অন্যকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দেবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply