কওমি সনদের স্বীকৃতি: আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

|

মাস্টার্স ডিগ্রি’র সমমর্যাদা দেয়া হলো কওমী মাদরাসার দাওরায়ে হাদিস সনদকে মার্স্টাস ডিগ্রি’র সমমর্যাদা সংক্রান্তের আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, আল-হায়াতুল উলিয়া জামিয়াতুল কাওমিয়া নামে একটি বোর্ডের অধীনে কাওমি মাদরাসার ৬টি বোর্ড পরিচালিত হবে। আর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়ে প্রজ্ঞাপন জারি করছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।

দাওরায়ে হাদিসকে, ইসলামিক স্টাডিজ ও আরবি বিষয়ে মাস্টার্স ডিগ্রির সমমর্যাদা দিয়ে গত এপ্রিলে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply