পাকিস্তানে আজ পঞ্চদশ পার্লামেন্টের প্রথম অধিবেশন

|

পাকিস্তানে আজ পঞ্চদশ পার্লামেন্টের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে শপথ নেবেন সাধারণ নির্বাচনে বিজয়ী নতুন আইনপ্রণেতারা।

জানা গেছে, অধিবেশনে সাধারণ নির্বাচনে ১১৬ এবং সংরক্ষিত ৩৩ আসনে জয় পেয়ে সবচেয়ে এগিয়ে থাকা দল ইমরান খানের তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) সরকার গঠনের আহ্বান জানানো হবে। এরইমধ্যে ম্যাজিক ফিগার পূরণে স্বতন্ত্র প্রার্থী এবং কয়েকটি ছোট দলকে জোটের শরিক করেছেন ইমরান।

একইসাথে, পার্লামেন্টের নতুন স্পিকার নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হবে। পিটিআই’র পক্ষ থেকে সম্মানজনক পদটির জন্য আসাদ কায়সারের নাম প্রস্তাব করা হবে বলেও জানা গেছে।

অন্যদিকে, পিএমএলএন-পিপিপিসহ ১১ দলীয় জোটের প্রার্থী সৈয়দ খুরশিদ শাহ। অবশ্য, ভোটাভুটি-বিতর্কের পর ১৫ আগস্ট শপথ নেবেন নতুন স্পিকার। আর নির্বাচনের পুরো প্রক্রিয়াটি পরিচালনা করবেন বিদায়ী স্পিকার আয়াজ সাদিক।

যমুনা অনলাইন: কেআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply