হজের পথে সাকিব আল হাসান

|

সাকিব আল হাসান। ফাইল ছবি।

পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এজন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছেন জানিয়ে শনিবার বিকেলে তার অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে একটি স্ট্যাটাস দেন তিনি। ভক্ত-সমর্থকদের কাছ থেকে দোয়া চেয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

সাকিবের স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘এই পবিত্র জিলহজ্ব মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহ্‌র নৈকট্য লাভের আশায় আল্লাহ্‌র ঘরে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ্ব পালন করতে পারি। আমার বা আমার পরিবারের কোন ভুলের জন্য আপনাদের নিকট আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমরা আপনাদের সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব। সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল।’

সদ্যই উইন্ডিজের বিপক্ষে সফল সিরিজ শেষে দলের সাথে দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। টেস্টে বাজেভাবে হারলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে সফরটিকে সাফল্যমণ্ডিত করেছে টাইগাররা। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply