‘আওয়ামী লীগ ফোন দিলে বিএনপি কথা বলবে, এমন শর্তে আলোচনা নয়’

|

আওয়ামী লীগ ফোন দিলে বিএনপি কথা বলবে, এমন পূর্বশর্ত দিয়ে আলোচনা হতে পারে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে রাজধানীর কাওলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি কল করলে তিনি কল দেবেন এই শর্ত দিয়ে তো যোগাযোগ হবে না। এখানে কোনো পূর্বশর্ত থাকতে পারে না। কল যে কেউ দিতে পারে। এতে কোন অসুবিধা দেখি না। আমি তো আমার কথা থেকে সরিনি। তারা প্রত্যেক বিষয়ে প্রি-কন্ডিশন আরোপ করে। এখানে প্রি-কন্ডিশনের বিষয় না। যোগাযোগ স্বতঃস্ফূর্তভাবে হবে।’

এসময় ধীরে ধীরে সড়কে শৃঙ্খলা ফিরবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যেসব যানবাহনের ফিটনেস, লাইসেন্স নেই সেগুলো পুলিশ তদারকি করছে।

মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হলে রাজধানীর যানজট অনেকাংশেই কমে যাবে। ২০২০ সালের অক্টোবরে মগবাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শেষ হবে। এবং আগামী সাড়ে তিন বছরের মধ্যে এর নির্মাণ কাজ পুরোপুরি শেষ হবে বলে জানান সেতুমন্ত্রী।

যমুনা অনলাইন: কেআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply